খুলনা বিভাগের জন্য কেনা হচ্ছে ৪৯ হাজার বৈদ্যুতিক পোল
বিদ্যুৎ বিভাগের আওতাধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) পাঁচটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে দুটি আলাদা আলাদা প্রস্তাবে খুলনা বিভাগের জন্য ৪৯ হাজার বৈদ্যুতিক পোল বা খুঁটি কেনার প্রস্তাব রয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত জানান।
অতিরিক্ত সচিব বলেন, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক জামালপুর জেলার সদর উপজেলায় ১৮০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০.৯৮৯ টাকা হিসেবে আনুমানিক ৬ হাজার ৪১০ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করতে হবে।
এছাড়া, বিউবো কর্তৃক মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ১৩০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে ওই কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১১ টাকা হিসেবে আনুমানিক ৪ হাজার ৬৩৪ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করতে হবে।
তিনি বলেন, বিউবো কর্তৃক ঘোড়াশাল ৩য় ইউনিট রি-পাওয়ার্ড কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইনের ক্ষতিগ্রস্ত কম্প্রেসার মেরামত সেবা সরাসরি ক্রয় পদ্ধতিতে (DPM) General Electric (Switzerland) GmbH. এর নিকট থেকে ১৬৭ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ২৬৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, বিউবো কর্তৃক ‘বাপবিবোর বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (খুলনা বিভাগ)’ প্রকল্পের লট-১ এর আওতায় ২৪ হাজার ৩০০টি এসপিসি পোল Joint Venture of (১) TSCO Power Ltd.; (২) Confidence Infrastructure Ltd. এবং (৩) Vicar Concrete Products এর কাছ থেকে ৬৯ কোটি ৪০ লাখ ৮৪ হাজার ৯৮৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া, বিদ্যুৎ বিভাগের অধীন বিউবো কর্তৃক ‘বাপবিবোর বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (খুলনা বিভাগ)’ প্রকল্পের লট-৩ এর আওতায় ২৪ হাজার ২৯৭টি এসপিসি পোল Joint Venture of (১) Contech Construction Ltd.; (২) Poles & Concrete Ltd. এবং (৩) Pasha Poles Ltd. এর কাছ থেকে ৬৯ কোটি ৩৯ লাখ ৬৫ হাজার ২৮৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
এসআর/এসএম