মুনাফায় ফিরেছে ইভেন্স টেক্সটাইলস
বিদায়ী বছরের লোকসান থেকে মুনাফায় ফিরেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান ইভেন্স টেক্সটাইলস লিমিটেড। মুনাফায় ফিরে শেয়ারহোল্ডারদের ২ দশমিক ৫০ শতাংশ নগদ (শেয়ার প্রতি ২৫ পয়সা করে) লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। বিদায়ী অর্থ বছরে কোম্পানিটির কর-পরবর্তী আয় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৩৭ হাজার ৫টাকা। যা ২০২২ সালে লোকসান ছিল ২ কোটি ৭০ লাখ ৫২ হাজার ৫৩৯ টাকা। অর্থাৎ বড় লোকসান থেকে মুনাফায় ফিরেছে কোম্পানিটি।
লোকসান থেকে মুনাফায় ফেরায় কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯ পয়সা। যা আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ১২ পয়সা।
ফলে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ২৯ লাখ ৫২ হাজারের বিপরীতে শেয়ারহোল্ডারদের ৪ কোটি ৫৭ লাখ ৩৮ হাজার টাকা লভ্যাংশ দেবে। বাকি টাকা কোম্পানির রিজার্ভ ফান্ড থেকে দেবে। রিজার্ভ ফান্ডে বর্তমানে ৫০কোটি ২৩ লাখ টাকা রয়েছে।
এর আগের বছর ২০২১ এবং ২২ সালে শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল সেই হিসেবে তিন বছরের মধ্যে সর্বোচ্চ লভ্যাংশ দিচ্ছে কোম্পানিটি। তার আগের ২০২০ সালে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডাদের সর্বসম্মতিক্রমে অনুমাদনের জন্য কোম্পানিটির ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।
গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৬৬ পয়সা। এর আগের বছর ছিল ১২টাকা ৭৭ পয়সা।
এমআই/এমএসএ