ডিএসইতে লেনদেন ছাড়াল ৫শ কোটি
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবারও (১৭ অক্টোবর) দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। বিমা খাতের শেয়ারের দাম কমার দিনে দাপট দেখিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ার। তাতেই এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৫ পয়েন্ট।
সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। এর ফলে রোববার দরপতনের পর সোম ও মঙ্গলবার দুই কর্মদিবস পুঁজিবাজারে উত্থান হলো। এদিন খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১টির, কমেছে ৩ কোম্পানির শেয়ারের দাম। খাদ্য খাতের পাশাপাশি আইটি, প্রকৌশল এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ারও পুঁজিবাজারে উত্থানের ক্ষেত্রে অবদান রেখেছে।
ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ৩১৬টি প্রতিষ্ঠানের ৯ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার ১৫৯টি শেয়ার, মিউচুয়াল ফান্ড এবং বন্ডের হাত বদল হয়েছে। তাতে ডিএসইর লেনদেন হয়েছে ৫৭২ কোটি ২১ লাখ ৫১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৮৬ কোটি ৭ লাখ ৬৭ হাজার টাকা।
এদিন ডিএসইতে ৭৮টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ৬৭টি কোম্পানির শেয়ারের দাম। আর অপরিবর্তিত রয়েছে ১৭১টি কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬২ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৮ পয়েন্টে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল জেমিনি সি ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল এপেক্স ফুটওয়্যারের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল সোনালী পেপারের শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে- রয়েল টিউলিপ সি পার্ল, ফুওয়াং ফুড, কোহিনূর কেমিক্যালের, খান ব্রাদার্স পিপি ওভেন বেগ, দেশবন্ধু, সোনালী আঁশ এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার।
অন্যদিকে, সিএসইর প্রধান সূচক ২৫ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৫৬ পয়েন্টে। সিএসইতে ১৪২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ৩২টির ও অপরিবর্তিত রয়েছে ৫৫টির।
দিন শেষে সিএসইতে ৯ কোটি ৬৪ লাখ ৭৪ হাজার ৯৮১ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ১৯ কোটি ৮৪ লাখ ৯ হাজার ৬৩৩ টাকার।
এমআই/জেডএস