৫০ কোম্পানির অডিট করবে ১৪ অডিট ফার্ম
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫০ কোম্পানির অবণ্টিত লভ্যাংশ সঠিকভাবে বিতরণ করেছে কি না, তা খতিয়ে দেখতে ১৪ অডিট ফার্মকে বিশেষ অডিট (নিরীক্ষা) পরিচালনা করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (৯ অক্টোবর) বিএসইসির পক্ষ থেকে প্রথম পর্যায়ের অডিটের জন্য নির্বাচিত ১৪ ফার্মের তালিকা থেকে অডিটর নিয়োগের জন্য ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডকে (সিএমএসএফ) নির্দেশ দেওয়া হয়েছে।
অডিট ফার্মগুলো হচ্ছে– এ ওয়াহাব অ্যান্ড কোং, একনাবিন, আজিজ হালিম খায়ের চৌধুরী, ফেমস অ্যান্ড আর, জি কিবরিয়া অ্যান্ড কোং, হাওলাদার ইউনুস অ্যান্ড কোং, মাহফেল হক অ্যান্ড কোং, মাসিহ মুহিত হক অ্যান্ড কোং, এসকে বড়ুয়া অ্যান্ড কোং, জোহা জামান কবির, রশিদ অ্যান্ড কোং, মাহামুদ সবুজ অ্যান্ড কোং, ইসলাম জাহিদ অ্যান্ড কোং, বাসু ব্যানার্জী নাথ অ্যান্ড কোং এবং স্নেহাশিস মাহমুদ অ্যান্ড কোং।
অডিট প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যেমন- বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এটলাস বাংলাদেশ, সিঙ্গার বাংলাদেশ, মুন্নু সিরামিক, কোহিনুর কেমিক্যালস, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), উত্তরা ফাইন্যান্স, ইন্দো-বাংলা ফার্মা, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস, জিকিউ বলপেন, কাট্টলি টেক্সটাইল, বাংলাদেশ মনোস্পুল, বারাকা পাওয়ার, ইবনে সিনা ফার্মা, পূরবী জেনারেল ইনস্যুরেন্স, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ক্যাশ ও নগদ লভ্যাংশ সঠিকভাবে প্রদান করা হয়েছে কি না, তা দেখবে। পাশাপাশি লভ্যাংশ সংক্রান্ত সমস্যাগুলোর বিষয়ে অডিট করবে।
আরও পড়ুন
এছাড়াও যেসব কোম্পানির অডিট করবে সেগুলো হচ্ছে– বিকন ফার্মা, লিবরা ইনফিউশনস, ওয়াটা কেমিক্যালস, আফতাব অটোমোবাইলস, রেকিট বেনকাইজার, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স, এক্সিম ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, রূপালী ইনস্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, আরগন ডেনিমস, ইউনাইটেড ইনস্যুরেন্স, ওয়ান ব্যাংক, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, ডেল্টা স্পিনার্স, নাভানা সিএনজি, পপুলার লাইফ ইনস্যুরেন্স, লঙ্কাবাংলা ফিন্যান্স, বিচ হ্যাচারি, শমরিতা হসপিটাল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, বঙ্গজ, অ্যাপেক্স ফুটওয়্যার, ম্যাকসন্স স্পিনিং, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ওয়ান : স্কিম টু, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড ও ড্যাফোডিল কম্পিউটার্স।
বিএসইসির দেওয়া নির্দেশনায় বলা হয়, অডিট ফি প্রস্তাবিত অডিট ফি-এর চেয়ে বেশি হওয়া উচিত নয়। অডিট অনুমোদিত শর্তাবলি অনুযায়ী পরিচালিত হবে এবং সেই অনুযায়ী রিপোর্ট করা হবে। অডিট রিপোর্ট এবং এর ফলাফল চূড়ান্ত করার আগে সিএমএসএফ কমিশনের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকের ব্যবস্থা করবে।
অডিটর এবং সিএমএসএফকে অবশ্যই এ বিষয়ে কমিশনের জারি করা প্রাসঙ্গিক নিয়ম, প্রবিধান, বিজ্ঞপ্তি ও নির্দেশাবলি সঙ্গে সম্মতি নিশ্চিত করতে হবে। অতিরিক্তভাবে কোনো অডিট ফার্ম চারটির বেশি কোম্পানির নিরীক্ষা করবে না।
/এমআই/এসএসএইচ/