পুঁজিবাজারে কমেছে সূচক, বেড়েছে লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবারও (৯ অক্টোবর) পুঁজিবাজারে সূচক পতন হয়েছে। এদিন ২৯টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ১০৭ কোম্পানির শেয়ারের দাম। অর্থাৎ দাম বাড়ার পরিবর্তে তিনগুণ কোম্পানির শেয়ারের দাম কমেছে।
এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ৭ দশমিক ৬২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭ পয়েন্ট। সূচক কমলেও বেড়েছে লেনদেনও।
এর আগের দিন রোববার ডিএসইতে সূচক পতন হয়েছিল ২৪ পয়েন্ট। অপর বাজার সিএসইর সূচক কমেছে ৫৪ পয়েন্ট।
ডিএসইর দেওয়া তথ্য মতে, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬২ পয়েন্ট কমে ৬ হাজার ২২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৫০ পয়েন্টে। ডিএস-৩০ সূচক দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩১ পয়েন্টে।
এদিন বাজারে লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯টির। বিপরীতে কমেছে ১০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম। আর অপরিবর্তিত রয়েছে ১৪৭টি কোম্পানির শেয়ারের দাম।
বাজারে ৯ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৬৭৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে; যা টাকার অঙ্কে ৪২৬ কোটি ১০ লাখ ১২ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকা শেয়ার, বন্ড ও মিউচুয়াল ফান্ড। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল রয়েল টিউলিপ সি পার্ল শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল লাফার্জহোলসিমের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল স্কয়ার ফার্মার শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে, দেশবন্ধু, ফুয়াং ফুড, বাংলাদেশ শিপিং করপোরেশন, এইচআর টেক্সটাইল, জেমিনি সি ফুড, এমারেল্ড অয়েল এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার।
অন্যদিকে, সিএসইর প্রধান সূচক ৭ দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭০ পয়েন্টে। সিএসইতে ১২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯টির, কমেছে ৫৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪৭টির।
দিন শেষে সিএসইতে ১৩ কোটি ৬৩ লাখ ৭২ হাজার ০৯ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৫ কোটি ৪০ লাখ ৬০ হাজার ১৯৮ টাকার শেয়ার।
এমআই/এসএম