ইউরোপীয় ব্যবসায়ীদের আরও বিনিয়োগের আহ্বান
বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোম্পানিগুলোকে আরও বেশি হারে অ্যাডভোকেসি করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার (৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে “বাংলাদেশে পরিচালিত ইউরোপীয়ান কোম্পানিগুলোর বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানিয়েছেন।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে এবং রানা প্লাজার ঘটনার পর আমাদের তৈরি পোশাক খাতে নতুন সম্ভাবনা তৈরি করেছে, যেখানে ইইউর বিনিয়োগকারীরা বিনিয়োগের মাধ্যমে এগিয়ে আসতে পারে।
তিনি বলেন, আমাদের নানা প্রতিবন্ধকতা রয়েছে, সেটাকে ইতিবাচকভাবে নিয়ে সবার সহযোগিতায় মোকাবিলা করতে হবে। বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর জন্য এ দেশে পরিচালিত ইইউ কোম্পানিগুলোকে আরও বেশি হারে অ্যাডভোকেসি করার আহ্বান জানাচ্ছি।
অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের প্রধান রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি বলেন, বহু বছর ধরেই ইইউভুক্ত দেশগুলো বাংলাদেশের উৎপাদিত পণ্য রপ্তানির একটি আদর্শ গন্তব্যস্থল এবং ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে ইইউর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
ইইউ রাষ্ট্রদূত বলেন, তথ্যপ্রযুক্তি, এভিয়েশন, নবায়ণযোগ্য জ্বালানি, কৃষি, ওষুধ প্রভৃতি খাতে ইইউ কোম্পানিগুলোর বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। এছাড়া, বাণিজ্য ঘাটতি মেটাতে আরও বেশি হারে বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণের ওপর বাড়তি জোর দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য সব ধরনের সেবা নিশ্চিত করতে বিডা বদ্ধপরিকর এবং চলতি বছরের ডিসেম্বরে বিডার ‘ওএসএস’ প্ল্যাটফর্ম থেকে বিনিয়োগকারীদের জন্য সব ধরনের সেবা স্বল্প সময়ের মধ্যে নিশ্চিত করা হবে।
তিনি বলেন, আমাদের স্থানীয় বাজারের পরিমাণও বেশ বড়, যেখানে ইইউ কোম্পানিগুলো বিনিয়োগে এগিয়ে আসতে পারে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভালো স্থানীয় উদ্যোক্তা খুঁজে পেতে বিডা সহযোগিতা করবে।
আরএম/এমজে