জমি কিনবে এডিএন টেলিকম
জমি কিনবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড। ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে গাজীপুর সদর থানা এলাকায় ২৩৫ ডেসিমেল জমি কিনবে। এই জমি কিনতে খরচ হবে ২ কোটি ৩০ লাখ ১১ হাজার টাকা।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানির সর্বশেষ পর্ষদ সভায় ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে গাজীপুর সদর থানার কোয়ের এলাকার ২৩৫ ডেসিমেল জমি কিনবে এডিএন টেলিকম। রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ ছাড়া জমি কিনতে ব্যয় হবে ২ কোটি ৩০ লাখ ১১ হাজার টাকা।
২০১৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটি বর্তমান শেয়ার সংখ্যা ৬ কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৬৬৬টি। কোম্পানিটি ৩০ জুন ২০২২ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তার আগের বছরও ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
৬৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকা পরিশোধিত মূলধনি কোম্পানির শেয়ারের মূল্য বৃহস্পতিবার দিনের শুরুতে ছিল ১২১ টাকা ২০ পয়সা।
এমআই/জেডএস