দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রাকৃতিক গ্যাসের অবদান অপরিসীম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রাকৃতিক গ্যাসের অবদান অপরিসীম।
তিনি বলেন, ১৯৭৫ সালের ৯ আগস্ট বঙ্গবন্ধু তৎকালীন ব্রিটিশ তেল কোম্পানি শেল অয়েল-এর নিকট থেকে (তিতাস, হবিগঞ্জ, রশিদপুর, কৈলাশটিলা ও বাখরাবাদ) ৫টি গ্যাসক্ষেত্র নামমাত্র ৪.৫ মিলিয়ন পাউন্ড স্টালিং (বাংলাদেশি টাকায় ১৭.৮৬ কোটি টাকা) মূল্যে ক্রয় করে রাষ্ট্রীয় মালিকানায় আনেন। যা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে এখনও কার্যকর অবদান রাখছে।
বুধবার (৯ আগস্ট) তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, রশিদপুর ও কৈলাশটিলা গ্যাস ফিল্ডে বঙ্গবন্ধুর স্মৃতিফলক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ‘জ্বালানি নিরাপত্তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ শীর্ষক স্মৃতিফলক উদ্বোধনে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন তিনি।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বঙ্গবন্ধুর সাহসী পদক্ষেপ দেশীয় গ্যাসের ওপর জনগণের অধিকার নিশ্চিত হয়েছে। এই স্মৃতিফলক আগামী প্রজন্মকে দেশের জন্য কাজ করতে উৎসাহিত করবে।
তিনি বলেন, চলতি বছরের জুন পর্যন্ত এই ৫টি গ্যাসক্ষেত্র থেকে ১০.২৬ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। যার আর্থিক মূল্য বর্তমান বিক্রয় মূল্য হিসেবে ৬ লাখ ২১ হাজার কোটি টাকা। এখন পর্যন্ত গ্যাসক্ষেত্রগুলোতে ৫.২৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে।
অনুষ্ঠানে বিজিএফসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সুলতান ও পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বক্তব্য রাখেন।
ওএফএ/এমএসএ