ফিরোজ মাহমুদ ম্যাসাচুসেটস আর্ট রেসিডেন্সি প্রোগ্রামের জুরি
বাংলাদেশী শিল্পী ফিরোজ মাহমুদকে অ্যাসেটস ফর আর্টিস্টস অব ম্যাসাচুসেটস মিউজিয়াম অব কনটেম্পোরারি আর্ট-এর আর্টিস্ট রেসিডেন্সি ফেলোশিপ প্রোগ্রামের জুরি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। মিউজিয়াম অব কনটেম্পোরারি আর্ট-এর আর্টিস্ট রেসিডেন্সি প্রোগ্রাম, যা নিউইয়র্কের যাদুঘরে অবস্থিত এবং সুন্দর বার্কশায়ার পর্বতমালা দ্বারা বেষ্টিত। অ্যাসেটস ফর আর্টিস্ট ডিপার্টমেন্ট দ্বারা পরিচালিত, রেসিডেন্সিটি সারাবছর চলে এবং একসময় ১০ জন জাতীয় ও আন্তর্জাতিক শিল্পীকে একসঙ্গে নির্বাচন করা হয়।
শিল্পী ফিরোজ মাহমুদ নিউইয়র্ক সিটির ম্যানহাটনের স্টুডিওতে শিল্পকর্ম তৈরিসহ এবং নিয়মিত প্রদর্শনী করছেন। নিউ ইয়র্কের ডাউনটাউন ম্যানহাটন আর্ট গ্যালারিতে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ১ নভেম্বর পর্যন্ত একটি একক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। তিনি ২০২২-২৩ সালে লোয়ার ম্যানহাটন কালচারাল কাউন্সিলের একজন পুরস্কৃত ওয়ার্কস্পেস শিল্পী। তিনি ব্যাংকক আর্ট বিয়েনাল, কঙ্গো বিয়েনাল, অস্ট্রেল বিয়েনাল, লাহোর দ্বিবার্ষিক, সেটৌচি ট্রিয়েনাল (বিডিপি), আইচি ট্রাইনিয়াল, শারজাহ বিয়েনাল, কায়রো বিয়েনাল, ইচিগো-সুমারি ট্রাইনিয়াল, ইমিগ্রেন্ট আর্টিস্ট দ্বিবার্ষিক এনওয়াইসি, বিয়েনগাং আর্টিস্ট অ্যাসসহ আন্তর্জাতিকভাবে প্রদর্শন করেছেন।
এফকে