মুনাফার খবরের দিনে দাম কমলো হাইডেলবার্গের শেয়ার
লোকসান থেকে বড় মুনাফায় ফিরেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রতিষ্ঠান হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের শেয়ার। এমন সু-খবরের দিনেও বহুজাতিক এ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে সাড়ে ৯ টাকা।
বুধবার (২৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, ১৯৮৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার বুধবার সকালে লেনদেনের শুরুতে ছিল ২৯৮ টাকা ৬০ পয়সা। দিনের শেষ লেনদেন হয়েছে ২৮৯ টাকা ১০ পয়সাতে। অর্থাৎ ৯ টাকা ৫০ পয়সা কমেছে। যা শতাংশের হিসাবে ৩ দশমিক ১৮ শতাংশ।
বুধবার লেনদেন শুরুর আগে ডিএসইতে খবর প্রকাশ করা হয় যে, এপ্রিল থেকে জুন ২০২৩, অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে হাইডেলবার্গ সিমেন্টের কর-পরবর্তী মুনাফা হয়েছে ৯১ লাখ ১১৬ টাকা। তাতে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ১ টাকা ৬১ পয়সা।
যা ২০২২ সালের একই সময়ে কর-পরবর্তী কোম্পানিটির লোকসান ছিল ৩৭ লাখ ৫৫০ টাকা। তাতে কোম্পানির শেয়ার প্রতি লোকসান ছিল ৬৬ পয়সা। সেই লোকসান কাটিয়ে কোম্পানিটি এবার মুনাফায় ফিরেছে।
শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের দুই প্রান্তিকে কর-পরবর্তী মুনাফা হয়েছে ৪ কোটি ৭৮ লাখ ২৮ টাকা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় হয়েছে ৮ টাকা ৪৬ পয়সা।
যেখানে ২০২২ সালে কর-পরবর্তী লোকসান ছিল ২ কোটি ৫ লাখ ২৯০ টাকা। অর্থাৎ সে সময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৩ টাকা ৬৩ পয়সা। সেই ধাক্কা কাটিয়ে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে কোম্পানির মুনাফা বেড়েছে পৌনে সাত কোটি টাকা। তাতে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ১২ টাকা ৯ পয়সা।
৫৬ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকার পরিশোধিত মূলধন সম্পন্ন কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৫ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৫৯০টি। এ শেয়ারহোল্ডারদের কোম্পানিটি পর্ষদ সর্বশেষ তিন বছর অর্থাৎ ২০২২ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২১ সালে ২৬ শতাংশ নগদ এবং ২০২০ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
এমআই/এসএম