মুনাফা দ্বিগুণ বেড়েছে ফু-ওয়াং সিরামিকের
দ্বিগুণ মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের। জানুয়ারি থেকে ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। যা কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় অনুমোদন করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির তথ্য মতে, চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-২৩ থেকে মার্চ-২৩) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা রয়েছে ১ কোটি ৭৮ লাখ ১৪ হাজার ৩৮৩ টাকা। সে হিসাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা।
এর আগের বছর কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছিল ৮০ লাখ ১৯ হাজার ৯০৪ টাকা। সে বছর একই সময়ে ইপিএস ছিল ৬ পয়সা। অর্থাৎ ইপিএস বেড়েছে সাত পয়সা বা মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি।
চলতি বছরের তিন প্রান্তিকে (জুলাই-২২ থেকে মার্চ-২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ২৬ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২৩ পয়সা আয় হয়েছিল। শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ৩ পয়সা করে।
জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৯০ পয়সা। এর আগের বছরে একই সময়ে এনএভিপিএস ছিল ১১ টাকা ৭৮ পয়সা।
এমআই/এসএম