১০ শতাংশ মুনাফা দেবে ঢাকা ব্যাংক পারপেরচুয়াল বন্ড
সমাপ্ত ছয় মাসে ইউনিটহোল্ডারদের জন্য ১০ শতাংশ হারে লভ্যাংশ বা মুনাফা দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পারপেরচুয়াল বন্ড। প্রতিষ্ঠানটির ট্রাস্ট্রি বোর্ড চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই সময়ের জন্য ১০ শতাংশ হারে কূপন রেট নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বিষয়টি জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, চলতি বছর পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পারপেরচুয়াল বন্ডটি তালিকাভুক্ত হওয়ার পর এই প্রথম লভ্যাংশ বা মুনাফা ঘোষণা করল। আজ বৃহস্পতিবার দিনের শুরুতে বন্ডটির মূল্য ছিল ৫ হাজার ১০০ টাকা। ঘোষিত মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২০ জুলাই রেকর্ড তারিখ ঘোষণা করা হয়েছে।
এমআই/এমএ