আরও লোকসানে সমতা লেদার
লোকসান আরও বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের। ২০২২ সালে প্রতিষ্ঠানটির জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান ১ পয়সা করে বেড়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, জুলাই থেকে সেপ্টেম্বর ২০২২ অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ৩ পয়সা। যা ২০২১ সালের একই সময়ে ছিল ২ পয়সা। সেই হিসাবে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে শেয়ার প্রতি লোকসান বেড়েছে ১ পয়সা।
লোকসান বাড়ার সাথে সাথে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ২৮ পয়সা। যা ৩০ জুন ২০২২ সময়ে ছিল ১৪ টাকা ৩০ পয়সা।
২০২১ সালে নাম মাত্র (দশমিক ৫০ শতাংশ নগদ) লভ্যাংশ দেওয়া কোম্পানির শেয়ার গতকাল বুধবার সর্বশেষ লেনদেন হয়েছে ৭০ টাকা ২০ পয়সাতে। ১০কোটি ৩২ লাখ টাকার কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ১কোটি ৩ লাখ ২০ হাজারটি। কোম্পানিটি ১৯৯৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
‘বি’ ক্যাটাগরির এই কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যার ৩৩ দশমিক ৮৮ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের হাতে। ৪ দশমিক ২২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে এবং ৬১ দশমিক ৯০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
এমআই/এমএ