ব্যাংক চললে পুঁজিবাজারও চলবে : বিএসইসি কমিশনার
দেশে হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পুঁজিবাজারে লেনদেন বন্ধ হবে, দেশে লকডাউন দেওয়াসহ বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ছে। ব্রোকার হাউজ কর্তৃপক্ষ এবং বিনিয়োগকারীদের এসব গুজব থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ।
রোববার (২১মার্চ) ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) ও ১০ শীর্ষ ব্রোকারেজ হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
কমিশনার বলেন, গত কয়েকদিন ধরে দেখেছি করোনা ইস্যুতে পুঁজিবাজারে কিছু গুজব ছড়ানো হচ্ছে। সেগুলোর কোনোটি ঠিক নয়। আমরা বলতে চাই, পুঁজিবাজার চলবে (খোলা থাকবে)। পুঁজিবাজার যেহেতু চলবে, সব কার্যক্রম চলবে। তার কোনো ব্যত্যয় হবে না। করোনা পরিস্থিতির মধ্যে ব্যাংকের লেনদেন চললে পুঁজিবাজারের লেনদেনও চলবে।
অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, গত কয়েকদিনে পুঁজিবাজারে কারসাজি হয়েছে কি-না আমরা বিষয়টি মূল্যায়ন করার চেষ্টা করছি। তবে পুঁজিবাজারে উত্থান-পতন থাকাটাই স্বাভাবিক। পুঁজিবাজার কখনও টানা বাড়বে না আবার টানা কমবেও না। এ রকম কিছু পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম,ডিবিএর প্রেসিডেন্ট মো. শরিফ আনোয়ার হোসেন ও বিএমবিএ প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান।
এমআই/এসকেডি