পুঁজিবাজারে আবারও কমেছে লেনদেন
ইস্টার্ন হাউজিং, জেনেক্স ইনফোসিস এবং মিডল্যান্ড ব্যাংকের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২ পয়েন্ট।
সূচক বাড়লেও কমেছে লেনদেন। এর ফলে টানা দুই কর্মদিবস দরপতনের পর আজ সূচক পতন থামল।
ডিএসইর তথ্য মতে, আজ ডিএসইতে মোট ৭ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৪৭৯টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫২৭ কোটি ৩৬ লাখ ৯৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৪৬ কোটি ৪৫ হাজার টাকার শেয়ার। তারও আগের দিন লেনদেন হয়েছিল ৫৭৫ কোটি ৮০ লাখ ২ হাজার টাকার শেয়ার। অর্থাৎ লেনদেন ধারাবাহিকভাবে কমছে।
এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক দশমিক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৬ পয়েন্টে। আর ডিএসই ৩০ সূচক ১ দশমিক ৪ পয়েন্ট কমে ২ হাজার ২০২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩০৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫২টি কোম্পানির, কমেছে ৬৩টির, আর অপরিবর্তিত রয়েছে ১৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।
এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের শেয়ার। আর তৃতীয় স্থানে ছিল আমরা নেটওয়ার্কসের শেয়ার। তারপর যথাক্রমে ছিল, ইউনিক হোটেল, বাংলাদেশ শিপিং করপোরেশন, জেমিনী সি ফুড, এডিএন টেলিকম, সোনালী আঁশ,অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং আরডি ফুডের শেয়ার।
অপর বাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩০৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১১১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ৩৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
দিন শেষে সিএসইতে ৬ কোটি ৯৫ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কর্ম দিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন। তার আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৮৭৬ টাকার।
এমআই/এনএফ