সাউথ বাংলা ও ইউনিয়ন ব্যাংকের বোনাস শেয়ার অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড ও ইউনিয়ন ব্যাংক লিমিটেডের বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার আবেদন অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছিল সাউথ বাংলা অ্যাগ্রিকালচার ব্যাংক। ২০২১ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বোনাস শেয়ার লভ্যাংশ অনুমোদনের জন্য বিএসইসিতে আবেদন করা হয়। সেই আবেদন যাচাই-বাছাই করে অনুমোদন দিয়েছে কমিশন। এই শেয়ার ছেড়ে কোম্পানি মূলধন বৃদ্ধি করবে।
অন্যদিকে ২০২২ সালে ২০২১ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল ইউনিয়ন ব্যাংক লিমিটেড। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার। ৫ শতাংশ শেয়ার ছেড়ে মূলধন বৃদ্ধি করবে প্রতিষ্ঠানটি। কোম্পানির এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য বিএসইসির কাছে আবেদন করা হয়। বিএসইসির আবেদন যাছাই-বাছাই করে অনুমোদন দিয়েছে কমিশন।
এমআই/কেএ