এমডির নামে মামলাসহ ইউএফএসের বিরুদ্ধে বিএসইসির ৫ সিদ্ধান্ত
ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সল্যুশনসের (ইউএফএস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ হামজা আলমগীর এবং তার সহযোগীদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করাসহ পাঁচ সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
চার মিউচুয়াল ফান্ড থেকে বিনিয়োগকারীদের ২৩৫ কোটি টাকা লোপাট এবং ১৭০ কোটি টাকা পাচারের ঘটনায় বুধবার (২২ মার্চ) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
বাকি চার সিদ্ধান্ত হলো
>> কেন ইউএফএস-এর লাইসেন্স বাতিল করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়েছে বিএসইসি।
>>> পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণ ।
>> দায়িত্বে অবহেলার দায়ে আইসিবির ট্রাস্টি ও কাস্টডিয়ানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কেন নেওয়া হবে তা জানতে চাওয়া হয়েছে নোটিশে।
>> এ ঘটনার দায়ী দুই নিরীক্ষা প্রতিষ্ঠান আহমেদ জাকের অ্যান্ড কোং এবং রহমান মোস্তফা আলম অ্যান্ড কোং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত এখনই এফআরসিতে পাঠানো হবে না। তবে বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত উভয় নিরীক্ষা প্রতিষ্ঠান পুঁজিবাজার সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে নিরীক্ষাসহ কোনো কার্যক্রম চালাতে পারবে না।
এমআই/এসকেডি