মিডল্যান্ড ব্যাংকের লেনদেন শুরু ২৭ মার্চ
আন্ডার রাইটারের সহায়তায় আন্ডার সাবক্রিবশন থেকে বেঁচে যাওয়া ব্যাংক খাতের কোম্পানি মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের শেয়ারের লেনদেন শুরু হবে আগামী ২৭ মার্চ।
প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসতে যাওয়া কোম্পানির শেয়ার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হবে। ট্রেডিং কোড হবে ‘MIDLANDBNK’। আর কোম্পানি কোড হবে ১১১৫৪।
বৃহস্পতিবার (২৩ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেন শুরুর লক্ষ্যে গত ২২ মার্চ ব্যাংকটির শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে কোম্পানিটি। এর আগে গত ১৬ থেকে ২৩ ফেব্রুয়ারি সময়ে আইপিওতে আবেদন শুরু সম্পন্ন হয়। মিডল্যান্ড ব্যাংকের ৭ কোটি শেয়ার পেতে বিনিয়োগকারীর আবেদন জমা পড়েছে ১৫ হাজার ৩৩৮টি। ১০ টাকা মূল্যে ৭ কোটি শেয়ারের বিনিময়ে ৭০ কোটি টাকা সংগ্রহ করে কোম্পানি।
১৫ হাজার আবেদনের মধ্যে ৫১ কোটি ৮৩ লাখ ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ব্যাংকটির ৫ কোটি ১৮ লাখ ৩০ হাজার ১৫০টি শেয়ার কিনতে আবেদন করেন বিনিয়োগকারীরা। যা কোম্পানির ৭ কোটি শেয়ারের ৭৪ শতাংশ।
নিয়ম অনুযায়ী, আইপিওতে আসা কোম্পানির শেয়ারে যদি বিনিয়োগকারীদের আবেদন ৬৫ শতাংশ জমা পড়ে, তবে বাকি ৩৫ শতাংশ শেয়ার আন্ডার রাইটারকে কিনতে হবে। ফলে কোম্পানির আন্ডার রাইটার ২৫ দশমিক ৯৬ শতাংশ শেয়ার অর্থাৎ ১ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৮৫০টি শেয়ার বা ১৮ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৫০০ টাকার শেয়ার কিনেছে।
কোম্পানির প্রসপেক্টাস অনুসারে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। সর্বশেষ ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা। আর পুনঃমূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৪ টাকা। আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট।
এদিকে জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২২ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। তাতে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৬ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৮ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ১৫ পয়সা।
কোম্পানির গত তিন প্রান্তিকে ইপিএস হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৮০ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে মাসে কোম্পানির ইপিএস হয়েছে ৩০ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর ২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১২ টাকা ৭৯ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির এনএভি হয়েছে ১২ টাকা ৪৯ পয়সা।
এমআই/কেএ