৪০ সেকেন্ডে সোনার বার বের করতে পারলেই মিলবে ডায়মন্ড
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে চলছে তিন দিনব্যাপী বাজুস ফেয়ার।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলায় গহনাপ্রেমী আর দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত প্রাঙ্গণ। ক্রেতাদের আকৃষ্ট করতে মেলায় চলছে অফারের ছড়াছড়ি। তারই অংশ হিসেবে অভিনব এক গেম অফার দিচ্ছে রয়েল মালাবার জুয়েলার্স।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, মেলায় রয়েল মালাবারের স্টলে আসা ক্রেতাদের জন্য স্ট্যান্ডের উপরে রাখা হয়েছে অ্যাকুরিয়াম আকৃতির একটি কাঁচের ঘর। সেখানে কেবল এক হাত ঢুকানো যাবে। এর মধ্যে ডেমো হিসেবে রয়েছে একটি সাত কেজি ওজনের স্বর্ণের বার। কেউ যদি শুধু এক হাত ব্যবহার করে ৪০ সেকেন্ডের মধ্যে স্বর্ণের এই ডেমো বারটি বের করতে পারে তাকেই ডাইমন্ড উপহার দিবে প্রতিষ্ঠানটি। এছাড়া অন্যান্য উপহার হিসেবে রয়েছে বিভিন্ন রকমের পণ্য।
এ বিষয়ে রয়েল মালাবার জুয়েলার্সের কাস্টমার অ্যাসোসিয়েট সাকিব আহমেদ বলেন, বিশ্বে বিভিন্ন দেশে এই মজার গোল্ড গেমের প্রচলন আছে। ক্রেতাদের আকৃষ্ট করতে মেলায় আমাদের স্টলে এই গেমের আয়োজন রেখেছি। ৪০ সেকেন্ডের মধ্যে যে কোন ক্রেতা এই ডেমো ৭ কেজি ওজনের স্বর্ণের বার বের করতে পারলে আমরা তাকে পুরস্কার হিসেবে ডাইমন্ড দেব। যত কম সময়ে যিনি এটি বের করতে পারবেন তিনি এ উপহার পাবেন। এছাড়া বিজয়ীদের জন্য রয়েছে আরও বিভিন্ন ধরণের উপহার।
রাজধানীর উত্তরা এলাকা থেকে বান্ধবীকে নিয়ে বাজুস ফেয়ারে এসেছেন রিসান আহমেদ নামের এক যুবক। রয়েল মালাবার জুয়েলার্সের স্টলে এই গোল্ড গেমে অংশ নিয়েছেন তিনি।
রিসান আহমেদ বলেন, কাচের এই ঘরের মধ্যে থেকে ডেমো গোল্ড বার বের করার এই গেমটি খুব কঠিন। এখানে শুধু হাতের কব্জি ঢুকানো যাচ্ছে। ভিতরে রাখা বারটিও অনেক ভারি। কোনভাবে হাত ঢুকানোর মত ফাঁকা দিয়ে এত ভারি ডেমো বার বের করা প্রায় অসম্ভব। আমি চেষ্টা করেছি, কিন্তু কোনভাবেই এটা ৪০ সেকেন্ডের মধ্যে বের করতে পারিনি।
এদিকে মেলার আয়োজকরা জানান, বাজুস আয়োজিত এই মেলা চলবে ১১ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য তা উন্মুক্ত থাকবে। তিন দিনব্যাপী এই মেলায় স্বর্ণের অলংকারের ৮টি প্যাভিলিয়ন, ১২টি মিনি প্যাভিলিয়ন ও ৩০টি স্টল আছে। সেগুলোতে দেশের ঐতিহ্যবাহী ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
বাজুস ফেয়ারে প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকিট লাগছে না। বাজুস ফেয়ারে ক্রেতাদের জন্য র্যাফেল ড্রয়ের ব্যবস্থা করা হয়েছে। ক্রেতারা যে প্রতিষ্ঠানের অলঙ্কার কিনবেন, সেই প্রতিষ্ঠান থেকেই র্যাফেল ড্র'র কুপন সংগ্রহ করবেন। র্যাফেল ড্র'তেও রয়েছে নানা পুরস্কার।
এএসএস/এমজে