বন্ধ মিথুন নিটিং, নেই লাভ-লোকসানের তথ্য
দীর্ঘ দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের। তাই চলতি অর্থবছরে দুই প্রান্তিকে কোনও লাভ-লোকসানের হিসাবও নেই কোম্পানির কাছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসই তথ্য মতে, ১৯৯৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটির ২০২২ সালের জুলাই থেকে ৩১ ডিসেম্বর সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ও নেট অপারেটিং ক্যাশ ফ্লোর কোনো তথ্য নেই। তবে কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৩ টাকা ১৮ পয়সা দেখিয়েছে। এই আর্থিক প্রতিবেদনই কোম্পানির সর্বশেষ বোর্ড সভায় অনুমোদন হয়েছে।
কোম্পানিটির মোট ৩ কোটি ২৪ লাখ ৯১ হাজার ১৬২টি শেয়ারের রয়েছে। মঙ্গলবার দিনের শুরুতে ১৬ দশমিক ২০ পয়সা দলে লেনদেন হয়েছে। এখন পর্যন্ত কোম্পানির ব্যাংক ঋণ রয়েছে ৪ কোটি ৪৫ লাখ ৭০ হাজার টাকা।
এমআই/এসএম