আরও গভীর সঙ্কোচনের মুখে আমিরাতের অর্থনীতি
যতটা আশঙ্কা করা হয়েছিল তার চেয়েও গভীর সঙ্কোচনের মুখে পড়তে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অর্থনীতি। করোনা ভাইরাস মহামারি এবং তেলের কম দামের কারণে দেশটির অর্থনীতির এ অবস্থা হবে বলে পূর্বাভাস করা হচ্ছে।
মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ত্রৈমাসিক পর্যালোচনায় বলা হয়েছে, আরব বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এই অর্থনীতির জিডিপি ২০২০ সালে ৬ শতাংশ সঙ্কুচিত হতে পারে। এরআগের পূর্বাভাসে বলা হয়েছে ৫.২ শতাংশ সঙ্কুজিত হতে পারে।
২০২১ সালে আবার ২.৫ শতাংশ প্রবৃদ্ধির আশা করা হচ্ছে।
আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের এ পর্যলোচনায় যে চিত্র দেখা যাচ্ছে তা ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ডের করা পূর্বাভাসের চেয়ে সামান্য ভালো অবস্থা নির্দেশ করছে। মনেটারি ফান্ড ৬.৬ শতাংশ সঙ্কোচনের কথা বলেছিল। এরআগে সর্বশেষ ২০০৯ সালে সঙ্কোচনের হার ৫ শতাংশ ছাড়িয়েছিল।
আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবহন ও আন্তর্জাতিক ভ্রমণসহ বিশ্বজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ড হ্রাস যাওয়ায় বিশ্বব্যাপী তেলের চাহিদা কমে যাওয়ার বিষয়টি তেল রফতানিকারক দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে প্রভাব ফেলবে।
সূত্র : আল-জাজিরা।
এনএফ