সিলকো ফার্মা ও ঢাকা ডাইংয়ের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিটিউক্যালস ও দ্যা ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩ নভেম্বর) ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে যথাক্রমে ৫ ও দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি দুটি। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।
কোম্পানির তথ্য মতে, ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে সিলকো ফার্মার শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮১ পয়সা। সেখান থেকে সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ অর্থাৎ ৫০ পয়সা করে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাতে ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ দশমিক ৯৫ টাকায়।
বিজ্ঞাপন
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১০ জানুয়ারি। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।
অপর কোম্পানি ঢাকা ডায়িংয়ের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞাপন
বিদায়ী বছরের কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১০ পয়সা। ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৬৪ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির এজিএমের দিন নির্ধারণ করা হয়েছে ৫ জানুয়ারি। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।
এমআই/এসকেডি