আলোচিত নিরাপদ খাদ্য পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আলোচিত নিরাপদ খাদ্য পরিদর্শককে পরিদর্শকের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংস্থাটির সচিব আব্দুল নাসের খানের স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে বুধবার এই অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতির এ পত্র ঝালকাঠি জেলার জেলা প্রশাসক, সিভিল সার্জন, কাঁঠালিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : নিরাপদ খাদ্য নিশ্চিতে ৫০০ নতুন কোল্ড স্টোরেজ নির্মাণের দাবি
গত ৩০ অক্টোবর কাঁঠালিয়া উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক সুরাইয়া খাতুনের অনৈতিকভাবে অর্থ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন বাজারের খাদ্য ব্যবসায়ীরা অনৈতিকভাবে নগদ টাকা ও খাদ্যপণ্য আদায়ের অভিযোগ আনেন এই নিরাপদ খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে তা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নজরে আসে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তৎক্ষণাৎ এই পরিদর্শককে কর্তৃপক্ষের ‘মনিটরিং জ্যাকেট’ জেলা নিরাপদ খাদ্য অফিসারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন এবং তা বাস্তবায়ন করেন। কর্তৃপক্ষ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে দেবেন। প্রতিবেদনের ফলাফলের পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এসআই/এসএসএইচ