ডিএসইর কারিগরি ত্রুটির সমাধান, মঙ্গলবার লেনদেন হবে পুরো সময়
তিন ঘণ্টার চেষ্টায় ট্রেডিং সিস্টেমে কারিগরি ত্রুটির সমাধান করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এ বিষয়ে সোমবার (২৪ অক্টোবর) বিকেলে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান মজুমদার ঢাকা পোস্টকে বলেন, ডিএসই’র আইটি বিভাগ ও আইটি পার্টনার নাসডাক টিমের চেষ্টায় আপাতত সমস্যার সমাধান হয়েছে। তবে কী কারণে কারিগরি ত্রুটি হয়েছে সে বিষয়ে আমাদের আইটি বিভাগ ও নাসডাক কাজ করছে। রিপোর্ট এখনো হাতে পাইনি। হাতে পেলে বলতে পারব।
তিনি বলেন, আজ লেনদেনের সমস্যা হলেও আশা করছি মঙ্গলবার (২৫ অক্টোবর) থেকে পুরো সময় লেনদেন হবে।
এ ঘটনায় কোনো তদন্ত কমিটি গঠন করা হবে কি না— জানতে চাইলে সাইফুর রহমান মজুমদার বলেন, নাসডাকের রিপোর্ট হাতে পেলেই সিদ্ধান্ত নেব।
আরও পড়ুন : কারিগরি ত্রুটির দিনে পুঁজিবাজারে লেনদেন ৩৪৪ কোটি টাকা
সোমবার লেনদেনের ১ ঘণ্টা ২৮ মিনিটের মাথায় ১০টা ৫৮ মিনিটে কারিগরি ত্রুটির কারণে ডিএসইর লেনদেন বন্ধ হয়ে যায়। এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কমে ৮ হাজার ৩১১ পয়েন্টে দাঁড়ায়। লেনদেন হয় ২২৮ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার টাকা।
এরপর ডিএসইর আইটি বিভাগ ও নাসডাক টিম শত চেষ্টা করেও নির্ধারিত সময়ে সার্ভার ঠিক করতে পারেনি। তবে নির্ধারিত সময়ের (১টা ৫০ মিনিট) ১০ মিনিট পর অর্থাৎ দুপুর ২টায় সার্ভার সমস্যার সমাধান হয়। তারপর ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, দুপুর ২টা ১০ থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত মোট ২০ মিনিট লেনদেন হবে। এরপর আরও ২০ মিনিট লেনদেন হয়।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ডিএসই কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সার্ভার সমস্যার কারণে আজ সোমবার সকাল ১০টা ৫৮ মিনিটে ডিএসই’র লেনদেন বন্ধ হয়ে যায়। ডিএসই’র আইটি বিভাগ এবং নাসডাক টিমের যৌথ প্রচেষ্টায় এই সমস্যার সমাধান করে দুপুর ২টা ১০ মিনিটে পুনরায় লেনদেন শুরু হয়। যা দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ডিএসই কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।
এমআই/এসএসএইচ