লভ্যাংশ দেবে রহিম টেক্সটাইল ও ইনডেক্স অ্যাগ্রো
শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রহিম টেক্সটাইল ও ইনডেক্স অ্যাগ্রো লিমিটেড। গত জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ দেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান দুটি।
রোববার (২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, সমাপ্ত বছরে রহিম টেক্সটাইল লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১ টাকা করে লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগের বছর প্রতিষ্ঠানটির আয় ছিল ২ টাকা ২৫ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন করা নির্ধারণ হয়েছে আগামী ২৭ ডিসেম্বর। ওইদিন ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।
অপর কোম্পানি ইনডেক্স অ্যাগ্রো লিমিটেড সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। বিদায়ী বছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৫ টাকা ০৯ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ৫ টাকা ৬৩ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন করা নির্ধারণ হয়েছে আগামী ২১ ডিসেম্বর। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।
এমআই/এমএইচএস