ডেসকোর নগদ লভ্যাংশ ঘোষণা
শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে পর্ষদ।
ডিএসইর তথ্য মতে, জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে ডেসকোর শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। সেই মুনাফার ১০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দেবে। অর্থাৎ শেয়ার প্রতি ১ টাকা করে লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে ডেসকো।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ১৪ জানুয়ারি। ওইদিন সকাল ১০টায় এজিএম অনুষ্ঠিত হবে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ দশমিক ৯ টাকায়।
এমআই/জেডএস