তিতাস গ্যাস ও ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের লভ্যাংশ ঘোষণা
শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ঘোষণা করেছে পর্ষদ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে তিতাস গ্যাসের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ২১ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ অর্থাৎ শেয়ার প্রতি ১ টাকা করে লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর। ওইদিন বিকেল সাড়ে ৩টায় এজিএম অনুষ্ঠিত হবে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ নভেম্বর।
৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৪ দশমিক ১৬ টাকায়।
অপর কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের বিদায়ী বছরের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা। সেখান থেকে শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর। ওইদিন বেলা সাড়ে ১১টায় এজিএম অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।
ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের উদ্যোক্তা পরিচালকদের হাতে শেয়ার রয়েছে ৩ কোটি ১ লাখ ২ হাজার শেয়ার। আর সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৬ কোটি ৮১ লাখ ১৯ হাজার শেয়ার। এই সাধারণ শেয়ারহোল্ডারদের ৬ কোটি ৮১ লাখ ১৯ হাজার ১১ টাকা দেওয়া হবে।
২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৪ টাকায়।
এমআই/এমএইচএস