এনআরবিসি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডকে বন্ড ইস্যুর মাধ্যমে বাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪০ তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়ছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজকের সভায় এনআরবিসি ব্যাংক লিমিটেডকে ৫০০ কোটি টাকার অভিহিত মূল্যের নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফুললি-রিডিমেবল, ফ্লটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে। যার রেঞ্জ অব কুপন রেট ৭ শতাংশ থেকে ৯ শতাংশ এবং এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এই বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।
এ বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে এনআবিসি ব্যাংক ব্যাংকটির টায়ার-২ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে। বন্ডটির ট্রাস্টি দায়িত্ব পালন করবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
এমআই/এসএম