‘পরিচয়’ প্ল্যাটফর্ম ব্যবহারে পরিষেবার মূল্য নির্ধারণ
সরকারের ই-সেবা প্রদানের সময় সেবাগ্রহীতার পরিচয় নিশ্চিতে ‘পরিচয়’ প্ল্যাটফর্ম ব্যবহারে পরিষেবার মূল্য ও বণ্টন পদ্ধতি নির্ধারণ করে দিয়েছে সরকার।
বুধবার (১৪ সেপ্টেম্বর) ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।
অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক ‘পরিচয়’ প্ল্যাটফর্মটি ব্যবহার করে সেবা প্রদানের লক্ষ্যে পরিষেবার মূল্য ও বণ্টন পদ্ধতি নির্ধারণ করার জন্য প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার জন্য যে পরিষেবা মূল্য হার সেটি ১০০ ভাগ হলে সেখানে উপাত্ত স্বত্বাধিকারী পাবে ২০ শতাংশ। আর বিসিসি পাবে ২০ শতাংশ এবং পরিষেবা প্রদানকারী কর্তৃপক্ষ পাবে ৬০ শতাংশ। যিনি পরিষেবা নেবেন তার থেকে পাওয়া অর্থের বণ্টনটি নির্ধারণ হয়েছে। একটি কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে সেটি আমরা ঠিক করে দিয়েছি।
তিনি বলেন, এই সেবার মাধ্যমে পরিচয় যাচাই করে দেওয়া হবে। বর্তমান ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, রাজস্ব বোর্ড, মোবাইলে সেবা দাতা প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানসহ ১৭০টির বেশি প্রতিষ্ঠান ‘পরিচয়’ সার্ভিসটি ব্যবহার করছে। এছাড়া আরও ৭২টি প্রতিষ্ঠান এটি ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে। ‘পরিচয়’ সার্ভিসটি ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচারের ই-সার্ভিসের সঙ্গে সংযুক্ত।
এসআর/এসকেডি