২০১৯ সালে বিমা কোম্পানির সম্পদ বেড়েছে ৩ হাজার কোটি টাকা
পুঁজিবাজারে তালিকাভুক্ত-অতালিকাভুক্ত মোট ৭৮টি বিমা কোম্পানির ৩ হাজার ১৭ কোটি টাকার সম্পদ বেড়েছে। ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে লাইফ এবং নন-লাইফ কোম্পানিগুলোর মোট ৩ হাজার ১৭ কোটি টাকার সম্পদ বেড়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) এর ৩৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য উপস্থাপন করা হয়। সভায় বিমা কোম্পানিগুলোর চেয়ারম্যান, পরিচালক এবং মুখ্য নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, ২০১৯ সালের অডিট রিপোর্ট পর্যালোচনা ও অনুমোদন এবং ২০২০ সালের হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম নির্ধারণ করা হয়।
সাধারণ সভায় উত্থাপিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, জীবন বিমাখাতে ২০১৯ সালে প্রাইভেট বিমা কোম্পানিগুলোর উপার্জিত প্রিমিয়াম আয়ের পরিমাণ ছিল ৯ হাজার ৪৬ কোটি টাকা। যা ২০১৮ সালে ছিল ৮ হাজার ৪৮৫ কোটি ৭ লাখ টাকা।
বেসরকারি জীবন বিমাখাতের লাইফ ফান্ড ২০১৯ সালে বেড়ে ৩১ হাজার ৮৩৮ কোটি ৬ লাখ টাকায় দাঁড়ায়। যা ২০১৮ সালে ছিল ৩০ হাজার ১৪৩ কোটি ৪ লাখ টাকা। বেসরকারি জীবন বিমাখাতে ২০১৮ সালের বিনিয়োগ ২৫ হাজার ৯৮৪ কোটি ৭ লাখ টাকা থেকে ২০১৯ সালে ২৮ হাজার ৬৬০ কোটি ২ লাখ টাকায় দাঁড়ায়।
বেসরকারিখাতে জীবন বিমা কোম্পানির মোট সম্পদ ২০১৮ সালে ৩৬ হাজার ৩৯৪ কোটি ২ লাখ টাকা থেকে ২০১৯ সালে ৩৮ হাজার ৮৪৩ কোটি ৭ লাখ টাকায় উন্নীত হয়। অর্থাৎ সম্পদ বেড়েছে ৫৬৮ কোটি টাকা।
নন-লাইফ বিমাখাতে মোট প্রিমিয়াম আয়ের পরিমাণ ২০১৮ সালে ছিল ৩ হাজার ৩৪ কোটি ৭ লাখ টাকা। যা বেড়ে ২০১৯ সালে দাঁড়ায় ৩ হাজার ৪১১ কোটি ৪ লাখ টাকা। এই আয় বৃদ্ধির পরিমাণ শতকরা প্রায় ১২ দশমিক ৪১ শতাংশ।
নন-লাইফ বিমা কোম্পানির ২০১৮ সালে সম্পদের পরিমাণ ৭ হাজার ৯৭৭ কোটি ৪ লাখ টাকা থেকে ২০১৯ সালে ৮ হাজার ৫৪৫ কোটি ৪ লাখ টাকায় দাঁড়ায়। অর্থাৎ নন-লাইফে সম্পদ বেড়েছে ২ হাজার ৪৪৯ কোটি টাকা।
নন-লাইফ বিমাখাতে ২০১৮ সালের বিনিয়োগ ৩ হাজার ৮০৩ কোটি ৬ লাখ থেকে বেড়ে ২০১৯ সালে ৩ হাজার ৯৫৯ কোটি টাকা হয়েছে।
সভায় চাটার্ড লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান উপাধ্যক্ষ ও সংসদ সদস্য মো. আব্দুস সহিদ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মেজর (অব.) জেনারেল আবদুল হাফিজ মল্লিক, রুপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুছ, বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক সৈয়দ বদরুল আলম, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক, রুপালী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পিকে রায়, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বিমা শিল্পের বিকাশে সমস্যা চিহ্নিত করে তা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
এমআই/এসআরএস