লোকসানে রবি আজিয়াটা
মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি ২ পয়সা লোকসান দেখিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বহুজাতিক কোম্পানিটি ২০২০ সালের ডিসেম্বর মাসে তালিকাভুক্ত হয়।
ডিএসইর তথ্য মতে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন সময়ে রবির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ২ পয়সা। যা ২০২১ সালের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৯ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় ১১ পয়সা মুনাফা কমেছে।
তাতে ৩০ জুন ২০২২ সালে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৪৯ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে লোকসান হওয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়ে অর্থাৎ দুই প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা দাঁড়িয়েছে ৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৫ পয়সা। অর্থাৎ ২০২১ সালের জানুয়ারি থেকে জুন সময়ের তুলনায় চলতি বছরের একই সময়ে মুনাফা কমেছে ১০ পয়সা।
টেলিযোগাযোগ খাতের এই কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৫২৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৮৯৫টি। বুধবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২৯ টাকা ৫০ পয়সায়।
৩১ ডিসেম্বর ২০২১ সালে শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৯০ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১ দশমিক ৭৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৮ দশমিক ২৭ শতাংশ শেয়ার।
এমআই/জেডএস