৩ লাখের বেশি এসইউভি তুলে নিচ্ছে নিশান
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি এসইউভি তুলে নিচ্ছে নিশান। চলন্ত অবস্থায় হঠাৎ এসব গাড়ির হুড খুলে চালকের দৃষ্টিতে প্রতিবন্ধকতা তৈরি করছে, যার জন্য দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
জাপানি এই গাড়িনির্মাতা প্রতিষ্ঠানের উত্তর আমেরিকা বিভাগ জানিয়েছে, ২০১৩ থেকে ২০১৬ সালের মডেলের ৩ লাখ ২২ হাজার ৬৭১টি পাথফাইন্ডার প্রত্যাহার করা হবে।
মার্কিন নিয়ন্ত্রক সংস্থাকে নিসান জানিয়েছে যে, সেকেন্ডারি হুড ল্যাচের ওপর ময়লা এবং ধুলো জমা হওয়ার কারণে হুড হয়তো ঠিকমতো বন্ধ হচ্ছে না, যার কারণে এটা আপনাআপনিই খুলে যাচ্ছে।
এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নিশান।
সূত্র : সিএনবিসি নিউজ।
এনএফ