মোটরযানে তৃতীয় পক্ষের বীমা বাতিল, প্রথম পক্ষে করার নির্দেশ

দেশের বীমা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও পলিসি গ্রাহকদের স্বার্থ নিশ্চিতের লক্ষ্যে প্রচলিত তৃতীয় পক্ষের ঝুঁকি বীমা অর্থাৎ থার্ড পার্টি ইন্স্যুরেন্স বাতিল করা হয়েছে। একইসঙ্গে সকল জীবন বীমা কোম্পানিগুলোতে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স (প্রথম পক্ষের বীমা) করার নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)।
রোববার (২০ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে সংস্থাটি। আইডিআরএ’র চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক আদেশে এমন নির্দেশনা দেওয়া হয়।
আদেশের কপি দেওয়া হয়েছে সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও দেশের সকল বীমা কোম্পানির মুখ্য নির্বাহীর কাছে। একইসঙ্গে অনুলিপি দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএসইসির চেয়ারম্যান, এফআরসির চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বিআরটিএ চেয়ারম্যানকে।
আইডিআরএ’র প্রজ্ঞাপনে বলা হয়, দেশের জিডিপিতে বীমা খাতের পেনিট্রেশন বৃদ্ধি এবং অর্থনীতিতে বীমা খাতকে প্রবৃদ্ধির খাত (Growth Sector) হিসেবে প্রতিষ্ঠিত করা, বীমা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও পলিসি গ্রাহকগণের স্বার্থ নিশ্চিত করতে নন-লাইফ বীমা কোম্পানিগুলোর জন্য এই সার্কুলার জারি করা হলো।
মোটর ভেহিকল অর্ডিন্যান্স-১৯৮৩ তে থার্ড পার্টি ইন্স্যুরেন্স বা অ্যাক্ট লায়াবিলিটি বাধ্যতামূলক ছিল। উক্ত অর্ডিন্যান্স রহিতক্রমে সড়ক পরিবহন আইন, ২০১৮ (২০১৮ সালের ৪৭ নং আইন) প্রতিস্থাপিত হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৬০ এর উপধারা (১) ও (২) নিম্নরূপ-
যাত্রী ও মোটরযানের বীমা- ১. কোনো মালিক বা প্রতিষ্ঠান ইচ্ছা করলে এর মালিকানাধীন যেকোনো মোটরযানের জন্য যে সংখ্যক যাত্রী পরিবহনের জন্য নির্দিষ্টকৃত এর জীবন ও সম্পদের বীমা করিতে পারবে।
২. মালিক বা প্রতিষ্ঠান তার অধীন পরিচালিত মোটরযানের জন্য যথানিয়মে বীমা করবেন। মোটরযানের ক্ষতি বা নষ্ট হওয়ার বিষয়টি বীমার আওতাভুক্ত থাকবে এবং বীমাকারীর পক্ষ উপযুক্ত ক্ষতিপূরণ পাবেন।
নির্দেশনা মতে তৃতীয়পক্ষের ঝুঁকি বীমা (Third Oarty Insurance বা Act Liability) সম্পর্কিত বীমা প্রোডাক্ট বা পরিকল্পটি এই সার্কুলার জারির তারিখ থেতে বাতিল করা হলো।
পরিবহন খাতসংশ্লিষ্টরা প্রজ্ঞাপনটি জারির বিষয়ে বলছেন, মোটরযানে তৃতীয়পক্ষের ঝুঁকি বীমা বা থার্ড পার্টি ইন্সুরেন্স বাতিল করার মাধ্যমে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে মোটরযানে প্রথম পক্ষের ঝুঁকি বা ফাস্ট পার্টি ইন্সুরেন্স আদেশ জারি করার পথ তৈরি করল আইডিআরএ।
এমআই/এফআর