নামমাত্র মুনাফা বেড়েছে রিপাবলিক ইন্স্যুরেন্সের
মুনাফা বেড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। জানুয়ারি থেকে গত ৩১ মার্চ ২০২২ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
ডিএসইর তথ্য মতে, ২০০৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটির ২০২২ সালের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা মুনাফা হয়েছে ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে এটি ছিল ৫৬ পয়সা। অর্থাৎ ২ পয়সা বেড়েছে।
মুনাফা বাড়ায় আলোচিত প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৯০ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১৯ পয়সা। এছাড়াও বিদায়ী প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৩ পয়সায়।
চার কোটি ৯৬ লাখ ১৮ হাজার ২৮৪টি শেয়ার সংখ্যার কোম্পানিটির আজ সকালে শেয়ার লেনদেন শুরু হয় ৪৪ টাকা ৩০ পয়সায়।
সর্বশেষ ২০২১ সালে শেয়ার প্রতি ২ টাকা ৩৮ পয়সা আয় হয়েছিল রিপাবলিক ইন্স্যুরেন্সের। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ আর বাকি ৫ শতাংশ বোনাস। অর্থাৎ শেয়ারহোল্ডারদের এক টাকা এবং দুটি শেয়ারের বিপরীতে একটি করে শেয়ার দেওয়া হবে।
এমআই/এমএইচএস