মুজিবনগরে ব্যাংক বন্ধ আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় রোববার (১৭ এপ্রিল) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে ওই উপজেলার সব ব্যাংকের শাখা রোববার বন্ধ থাকবে।
শনিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকে ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, সরকারি ছুটি ঘোষিত হওয়ায় মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে মুজিবনগর উপজেলায় ব্যাংকের সব শাখা, উপ-শাখা রোববার বন্ধ থাকবে।
মুজিবনগর উপজেলায় ব্যাংক বন্ধ থাকলেও দেশের অন্যান্য জেলা-উপজেলায় ব্যাংকের শাখা যথারীতি চালু থাকবে।
পবিত্র রমজান উপলক্ষে এখন ব্যাংকে লেনদেন হয় সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এসআই/এসকেডি