সোশ্যাল ইসলামী ব্যাংকের দুইটি নতুন উপশাখা উদ্বোধন
বগুড়ার আদমদিঘীতে সোশ্যাল ইসলামী ব্যাংকের ১০৮তম উপশাখা ও জয়পুরহাটের আক্কেলপুরে ১০৯-তম উপশাখা উদ্বোধন করা হয়েছে।
৩১ মার্চ প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপশাখা দুইটি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক, মো. সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহ, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, আইসিটি বিভাগের প্রধান মো. সুলতান বাদশা, মার্কেটিং অ্যান্ড ব্রান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান এবং ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং বিভাগের প্রধান সাইফ আল-আমীন। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের নওঁগা ও দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এনএফ