রমজানে পুঁজিবাজারের লেনদেন ১০টা থেকে ২টা পর্যন্ত
আসন্ন পবিত্র রমজান মাসে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন শুরু হবে সকাল ১০টায়। বিরতিহীনভাবে এ লেনদেন হবে দুপুর ২টা পর্যন্ত।
বুধবার (৩০ মার্চ) বিএসইসি পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিএসইসির সহকারী পরিচালক রায়হান কবির স্বাক্ষরিত এ নির্দেশনা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো হয়েছে। ফলে প্রথম রোজা থেকে পুঁজিবাজারের লেনদেন সাড়ে ৪ ঘণ্টার পরিবর্তে হবে ৪ ঘণ্টা।
রোজার ঈদের পর থেকে আবারও পুঁজিবাজারের লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।
এমআই/এসকেডি