প্রথম ঘণ্টায় লেনদেন ছাড়াল ৩শ কোটি টাকা
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবসে বৃহস্পতিবার (১০ মার্চ) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। ফলে লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৬৮ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৫৩ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম, লেনদেনের পরিমাণও বেড়েছে দ্বিগুণ।
ডিএসইর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সময়ে ডিএসইতে ৩৭৫টি প্রতিষ্ঠানের মোট ১০ কোটি ৯৭ লাখ ৩৫ হাজার ৭৫৬টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ১০ দশমিক ১৫ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ২৬ দশমিক ৬ পয়েন্ট।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৭ লাখ ৩৬ হাজার টাকা। আগের দিন একই সময়ে লেনদেন হয়েছিল ১১৪ কোটি ১৯ লাখ ৮৯ হাজার টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে দ্বিগুণ।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৫৩ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৫৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময়ে লেনদেন হয়েছে ৯ কোটি ১৪ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ৪০টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এমআই/এসএসএইচ