বেশি দামে তেল বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
খুচরা পর্যায়ে খোলা সয়াবিন, পাম তেল বেশি দামে বিক্রির অভিযোগে রাজধানীর চকবাজারের দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোজ্যতেলের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে সোমবার (২৮ ফেব্রুয়ারি) পুরান ঢাকার চকবাজারে বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার।
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত মূল্যের চেয়ে খুচরা পর্যায়ে খোলা সয়াবিন, পাম তেল বেশি দামে বিক্রি করতে দেখা যায়। এ অপরাধে চকবাজারের সাত্তার স্টোর ও জব্বার স্টোরকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কোনো ব্যক্তি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রয় করলে এক বছর কারাদণ্ডের বিধান রয়েছে। আসছে রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসআই/জেডএস