ঘাড় মটকে দেওয়ার ৩ দিন পর স্বামীর মৃত্যু, স্ত্রী আটক
সাভারে পারিবারিক কলহের জেরে মারধরের তিন দিন পর ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ (রোববার) সন্ধ্যায় তার মৃত্য হয়। এ ঘটনায় স্ত্রী তারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের গান্ধুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
নিহত আনোয়ার হোসেন সাভারের বনগাঁও ইউনিয়নের গান্ধুরিয়া এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। আটক তারা বেগম আনোয়ারের স্ত্রী। তবে তার বিস্তারিত পাওয়া যায় নি।
নিহতের বোনের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৫ বছর আগে আনোয়ার হোসেনের সাথে তারা বেগমের ইসলামি নিয়মে বিবাহ হয়। তামিম নামে তাদের ৩ বছরের একটি পুত্র ও ২ বছর বয়সের আয়েশা নামে এক কন্যা সন্তান রয়েছে। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। গত ১৫ ফেব্রুয়ারি তাদের মধ্যে সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে ১৭ ফেব্রুয়ারি আনোয়ার হোসেন তার বাবার বাসায় যাওয়ার সময় স্ত্রী তারা বেগম, আকাশ, রিদয় ও সাব্বিরসহ অজ্ঞাত আরও কয়েকজন গতিরোধ করে মারধর করে। এ সময় আনোয়ার হোসেনের ঘাড় মটকে দেয় তারা। পরে আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান।
এ ঘটনায় নিহতের বোন লুৎফা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে স্ত্রী তারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
সাভার থানার উপপরিদর্শক মোখলেসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তারা বেগমকে আটক করা হয়েছে। তদন্ত করে অভিযুক্তদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।
মাহিদুল মাহিদ/আরআই