মেঘনায় মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু
ভোলার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জাল টানার সময় নদীতে পড়ে মো. সেলিম (৪৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন ফেরিঘাট এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত মো. সেলিম ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মো. মফিজল বেপারীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের সেলিম মাঝি দুপুরে মেঘনা নদীতে মাছ শিকার যায়। বিকেলের দিকে নদীতে জাল ফেলার সময় হঠাৎ জালের সঙ্গে পা পেঁচিয়ে সে নদীতে পড়ে যায়। প্রায় ৩০ মিনিট তাকে খোঁজা খুঁজির পরে অন্য জেলেদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, মেঘনা নদীতে মাছ শিকারের সময় সেলিম নামে এক জেলের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে পাশাপাশি ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইমতিয়াজুর রহমান/আইএসএইচ