কুয়াকাটা সৈকতে বালুতে আটকে মারা গেল কয়েকশ জেলিফিশ

কুয়াকাটা সৈকতের বালুতে আটকে আবারো মারা গেল আওরেলিয়া আওরেটা ও ব্যারেল নামে দুই প্রজাতির কয়েকশ জেলিফিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এসব জেলিফিশ দেখতে পান স্থানীয় জেলেরা। জোয়ারের স্রোতে মেরুদণ্ডহীন এসব জেলিফিশ ভেসে এসে ভাটায় সৈকতের বালুতে আটকা পড়ে মারা যায়।
ওই এলাকার জেলে আব্বাস সিকদার বলেন, গত কয়েক দিন ধরে ঝাঁকে ঝাঁকে এসব জেলিফিশ সাগরে ভাসতে দেখছি। আমাদের জালেও এগুলো আটকে যায়। জালে আটকা পড়লে আমরা ছাড়িয়ে দিলেও সেগুলো আর বাঁচে না।
ইকোফিশ-২ প্রকল্পের পটুয়াখালীর সহকারী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এই জেলিফিশগুলো জোয়ারের স্রোতে ভেসে এসে সৈকতের বালুতে আটকে মারা যায়। এরা সাঁতার কাটতে পারদর্শী না বিধায় ভাটার স্রোতে নেমে যেতে পারে না।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, দুই প্রজাতির মধ্যে একটি আওরেলিয়া আওরেটা প্রজাতির ও অপরটি ব্যারেল প্রজাতির জেলিফিশ মনে হচ্ছে। জেলিফিশের মৃত্যুর রহস্য উদঘাটনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে বিষয়টি জানানো হয়েছে।
তিনি বলেন, মেরুদণ্ডহীন এসব প্রাণী চাঁদের মতো দেখতে বলে এদেরকে মুন জেলিফিশও বলা হয়। এগুলো মূলত সাঁতারে তেমন পারদর্শী নয়। অনেক সময় খাদ্য অন্বেষণ কিংবা বাতসের টানে ওপরের দিকে চলে আসে জেলিফিশ। পরে বালুতে আটকা পড়ে মারা যায়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চর বিজয়, সৈকতের ঝাউবন এবং লেম্বুর চর এলাকায় বেশ কিছু মৃত জেলিফিশ দেখতে পান স্থানীয়রা।
কাজী সাঈদ/আরএআর