৯টা থেকে ৫টা নয় আমার ডিউটি ২৪ ঘণ্টা : বিসিসি মেয়র
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, ৯টা থেকে ৫টা পর্যন্ত আমার ডিউটি না, আমার ডিউটি ২৪ ঘণ্টা। আমাদের চারপুরুষের রাজনীতি। আমার চাওয়া পাওয়ার কিছু নেই।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির দুই দশক পূর্তির বছর ব্যাপী আয়োজনের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, আমি নগরবাসীর সেবা করতে এসেছি। আমৃত্যু সেবা করতে চাই। আপনাদের সঙ্গে নিয়ে আগামীর বরিশাল গড়তে চাই। যত বাধাই আসুক আমরা এগিয়ে যাবো।
সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, আমাকে ভালবেসে সব কিছু আদায় করতে পারবেন। তবে বিনা কারণে আমাকে হেয় করা ঠিক না। মানুষের ভুল হয়। আমারও ভুল হতে পারে। কিন্তু আমি ইচ্ছাকৃত ভুল করি না।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের মেরুদণ্ড। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে আমরা সংশোধন হই, ভালো কাজ করি। এজন্য সব সময় সাংবাদিকদের পাশে আছি এবং থাকবো।
শহীদ জননী শাহান আরা বেগম মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবীব, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান স্বপন, পুলক চ্যাটার্জি, মুরাদ আহম্মেদ, হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, অ্যাডভোকেট তপন চক্রবর্তী, সিটি করপোরেশন কাউন্সিলর কহিনুর বেগম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বিভাগীয় সমন্বয়কারী রফিকুল আলম প্রমূখ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মিথুন সাহা।
সৈয়দ মেহেদী হাসান/আইএসএইচ