একসঙ্গে দুই ছেলের জানাজায় কান্নায় ভেঙে পড়লেন বাবা
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের নাট্য বিষয়ক সম্পাদক নাঈমুল ইসলাম তুহিনের দুই ছেলে আদিব মাহমুদ (১৫) ও জারির ফারহানের (১৩) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর ভাটিকেশর কবরস্থানে তাদের দাফন করা হয়।
এর আগে দুপুর ১টায় তাদের মরদেহ ময়মনসিংহে এসে পৌঁছায়। এরপর বাদ আসর চরপাড়ার জামিয়া ইসলামিয়া মসজিদে ওই দুই কিশোরের জানাজা অনুষ্ঠিত হয়। একসঙ্গে দুই ছেলের জানাজায় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা নাঈমুল ইসলাম তুহিন। বলেন, ছেলের লাশ সামনে রেখে কথা বলার শক্তি আমার নেই। আপনারা শুধু আমার দুই ছেলের জন্য দোয়া করবেন।
জানাজার আগে আরও বক্তব্য দেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ৷ এ সময় জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএম নুরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টুসহ জেলা ও মহানগর যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু ঢাকা পোস্টকে বলেন, ওমানে গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নাঈমুল ইসলাম তুহিনের ব্যক্তিগত গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তার দুই কিশোর ছেলে মারা যায়।
তিনি জানান, পরিবারের কাউকে না জানিয়েই আদিব ও জারির তাদের এক বন্ধুর সঙ্গে গাড়ি নিয়ে ঘুরতে বের হয়। একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে ওই দুইজনের মৃত্যু হয়। একসঙ্গে দুইজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারটিতে।
উবায়দুল হক/আরএআর