ফরিদপুরে চোরাই ইজিবাইক, রিকশা ও ইয়াবাসহ গ্রেফতার ৬
ফরিদপুরে ১০টি চোরাই ইজি বাইক এবং ১৩টি ব্যাটারিচালিত রিকশা ও ইয়াবাসহ ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ফরিদপুর।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেফতার এবং চোরাই ইজি বাইক ও ব্যাটারিচালিত রিকশা উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ফরিদপুর ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
চোরাই ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশাসহ গ্রেফতার হওয়া ওই পাঁচজন হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার দক্ষিণ ক্রোকচর গ্রামের আবুল কালাম (৪০), ফরিদপুর সদরের কোমরপুর মহল্লার শাহীন মন্ডল (৫০), ফরিদপুরের নগরকান্দা উপজেলার দুলালী গ্রামের আনোয়ার মীর (৪৫), ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর মহল্লা হতে সালথার শৈলডুবি গ্রামের রাকিবুল ইসলাম (২১), পশ্চিম আলীপুর এলাকার কালাম সরদার (৫২) ও শহরের দক্ষিণ টেপাখোলা এলাকার জাহিদ মোল্লা (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শহরের পশ্চিম খাবাসপুর এলাকার জনৈক হাসান শরীফের রিকশার গ্যারেজ থেকে ১৩টি ব্যাটারিচালিত পুরাতন রিকশাসহ আবুল কালামকে গ্রেফতার করা হয়। পরে আবুল কালামের দেওয়া তথ্য অনুযায়ী দুপুর পৌনে তিনটার দিকে শহরের টেপাখোলা লেকপাড় এলাকা হতে শাহীন মন্ডল ও আনোয়ার মীরকে গ্রেফতার করা হয়। পরে শাহীন মন্ডলের কাছ থেকে একটি ইজিবাইক এবং আনোয়ার মীরের কাছ থেকে একশটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর শাহীন ও আনোয়ারের দেওয়া তথ্য অনুযায়ী বিকেল পৌনে ৪টার দিকে পশ্চিম আলীপুর এলাকা হতে তিনটি ইজি বাইক এবং রাকিবুল ও কালামের দেওয়া তথ্য অনুযায়ী বিকেল ৫টার দিকে দক্ষিণ টেপাখোলা এলাকার জাহিদ মোল্লাকে ৪টি ইজিবাইকসহ গ্রেফতার করা হয়। এছাড়া পলাতক আসামি মো. হায়দারের গ্যারেজ থেকে ২টি ইজি বাইক উদ্ধার করা হয়।
ফরিদপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বলেন, এ ব্যাপারে ১১ জনের নাম উল্লেখ করে ৫ জনকে গ্রেফতার ও ৬ জনকে পলাতক দেখিয়ে ফরিদপুর কোতয়ালী থানায় ইজি বাইক ও ব্যাটারিচালিত রিকশা চুরির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আনোয়ার মীরকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, গ্রেফতার হওয়া আসামিদের মঙ্গলবার আদালতে হাজির করা হলে আবুল কালাম দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বাকি আসামিদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
জহির হোসেন/এইচকে