ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি দুই কিশোরের
ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই কিশোরের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন দুই ভাই। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে প্রাইভেটকার দুর্ঘটনায় ওই দুই কিশোরের মৃত্যু হয়।
নিহতরা হলেন- ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের নাট্য বিষয়ক সম্পাদক নাঈমুল ইসলাম তুহিনের ছেলে আদিব মাহমুদ (১৫) ও জারির ফারহান (১৩)।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু।
তিনি জানান, ওমানে সোমবার রাতে নাঈমুল ইসলাম তুহিনের ব্যক্তিগত গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তার দুই কিশোর ছেলে মারা যায়। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি তিনি।
উবায়দুল হক/আরআই