ময়মনসিংহে পাসের হার ৯৫.৭১, কমেছে জিপিএ-৫
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসিতে পাসের হার ৯৫.৭১। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ছিল ১০ হাজার ৪০ জন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম। তিনি জানান, বোর্ডের চার জেলায় ৬৯ হাজার ২১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৬ হাজার ২৫০ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী। বিজ্ঞান শাখা থেকে ৫ হাজার ৫৪২ জন, মানবিক শাখা থেকে ১ হাজার ৯৮৬ জন ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৫৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
উবায়দুল হক/এসপি