আশঙ্কাজনক অবস্থা রক্তিমের, নিরুপায় পরিবার
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ ভাই নিহতের ঘটনায় গুরুতর আহত আরেক ভাই রক্তিমের অবস্থাও আশঙ্কাজনক। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন। তাকে দ্রুত আইসিইউতে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু এ মুহূর্তে চমেকে আইসিইউ বেড খালি নেই। এ অবস্থায় অন্য হাসপাতালের আইসিইউতে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এদিকে এক সঙ্গে পাঁচ ভাইকে হারিয়ে শোকে কাতর রক্তিমের পুরো পরিবার। কোথা থেকে টাকা জোগাড় হবে? কে করবে? তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ রক্তিমের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি আর কেউ বেঁচে নেই।
রাত ২টায় রক্তিমের এক আত্মীয় আকাশ ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে বেড খালি নেই। তাই চিকিৎসকরা তাকে অন্য হাসপাতালে নেওয়ার জন্য বলেছেন। কিন্তু বাইরে অন্য কোনো বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার মতো আর্থিক অবস্থা তাদের নেই। কারণ রক্তিম শীলের পরিবারের উপার্জন করার মতো কোনো মানুষ বেঁচে নেই। তার ছোট ভাই বিপ্লবও পাগলপ্রায়।
তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন রক্তিমের অবস্থা আশঙ্কাজনক। দ্রুত তাকে অন্য যেকোনো হাসপাতালের আইসিইউতে ভর্তি করতে হবে। এ জন্য কমপক্ষে ৭০ হাজার টাকা প্রয়োজন। এতো রাতে কোথায় টাকা পাব? কোথায় নিয়ে যাব রক্তিমকে? কিছুই বুঝতে পারছি না। খুব অসহায় লাগছে।
সাইদুল ফরহাদ/এসকেডি