ঝড়ে বঙ্গোপসাগরে ১৮ ট্রলারডুবি, ৩ জেলে নিখোঁজ
বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন এলাকায় ১৮টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় তিন জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) রাতে দুবলার চর ও আলোর কোল এলাকায় শুঁটকি সংগ্রহের কাজে ব্যবহার করা ট্রলারগুলো ঝড়ের কবলে পড়ে।
নিখোঁজ মো. শাহিনুর রামপালের দূর্গাপুর গ্রামের মো. ইদ্রিসের ছেলে, মো. মোতাচ্ছির ইসলামাবাদ গ্রামের মো. ছোট্টোর ছেলে এবং সাতক্ষীরার মিজানুর রহমান।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ঝড়ের কবলে পড়ে ১৮টি ট্রলার ডুবে গেছে। এসব ট্রলারে থাকা ১৫৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুই জেলে এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড, বন বিভাগ ও অন্য জেলেরা উদ্ধার শুরু করেছে।
তানজীম আহমেদ/এসপি