মায়ের অভিযোগে মাদকসেবী ছেলের ২ বছর কারাদণ্ড
নীলফামারীর ডোমার উপজেলায় মায়ের অভিযোগের ভিত্তিতে বিপ্লব সাহা নামে (৪৮) এক মাদকসেবীর দুই বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিত ব্যক্তি উপজেলা শহরের সাহাপাড়া এলাকার নিতাই সাহার ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম বলেন, তিনি চিহিৃত মাদকসেবী। পরিবারে অস্থিরতা তৈরি করতেন। মাদকের টাকার জন্য মাকে মারধর করতেন। খবর পেয়ে তার বাড়িতে গিয়ে মাদক সেবনের সত্যতা পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার দুই বছর কারাদণ্ড প্রদান করা হয়।
ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, আটক মাদকসেবীকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
শরিফুল ইসলাম/আরআই